অনলাইনে রিটার্ন দাখিল নিয়ে হাইকোর্টের রুল

ব্যক্তি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র ‘বিশেষ আদেশ’ নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। অনলাইনে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিলের এই বিশেষ আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে রুল জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চে এই রুল দেন। আইন সচিব, অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলেছেন আদালত।

গত ১১ আগস্ট এক ‘বিশেষ আদেশ’ দিয়ে ব্যক্তি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে এনবিআর।

আদেশে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষ থেকে নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া সব সাধারণ করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) অনুযায়ী এই আদেশ জারি করা হয়েছে। যা গত ৪ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

নতুন নিয়ম অনুসারে, যাদের জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক নয়, তারা হলেন- ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (এক্ষেত্রে অবশ্যই উপযুক্ত সনদপত্র জমা দিতে হবে), বিদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিক, মৃত করদাতার আইনি প্রতিনিধি ও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক। তবে, এই করদাতারা চাইলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন বলে উল্লেখ করা হয় আদেশে।

এছাড়াও, যদি কোনো সাধারণ করদাতা ই-রিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে না পারেন, তবে ৩১ অক্টোবরের মধ্যে তাকে অবশ্যই সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে উপকর কমিশনারের কাছে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে তিনি পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন উল্লেখ রেয়েছে বিশেষ বিশেষ আদেশে।

এই আদেশ আয়কর আইন ২০২৩ এর ধারা ৩২৮(৪) এর সরাসরি লঙ্ঘন উল্লেখ করে তা চ্যালেঞ্জ করে গত ৩১ আগস্ট হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিয়াজী আলমগীর আলম চৌধুরী। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *