নাগরিকদের প্রথমে ট্যাক্স (কর) পরিশোধ করে পরে সামাজিক খাত এবং জনকল্যাণে ব্যয় করার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
নাগরিকদের প্রথমে ট্যাক্স (কর) পরিশোধ করে পরে সামাজিক খাত এবং জনকল্যাণে ব্যয় করার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেছেন, ‘ট্যাক্স দেয়ার পর যেটা থাকবে সেটা দিয়ে এবার চিন্তা করবেন জনকল্যাণে কত ব্যয় করবেন, নিজের জন্য কত ব্যয় করবেন এবং কত টাকা সঞ্চয় করবেন।’
গতকাল রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ‘গুণীজন সম্মাননা ও বর্ষবরণ ১৪৩২’ অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এ আহ্বান জানান। অনুষ্ঠানে তাকে লক্ষ্মীপুর জেলার কৃতী সন্তান হিসেবে গুণীজন সংবর্ধনা দেয় ‘লক্ষ্মীপুর জেলা যুব কল্যাণ সমিতি, ঢাকা।’
মো. আবদুর রহমান খান বলেন, ‘দেশের জনগণ অনেকে মনে করেন সামাজিক খাতে ব্যয়ের পর, জাকাত-সদকা দেয়ার পর কর দিতে হয় না।’
তিনি বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা এখনো গরিব জনগণ থেকে কর নিই, আমাদের মোট করের দুই-তৃতীয়াংশ এখনো গরিবদের থেকে আদায় হয় ‘পরোক্ষ করের’ মাধ্যমে। আয়কর থেকে আমরা মাত্র এক-তৃতীয়াংশ আদায় করতে পারি। এ জায়গাগুলোয় আমাদের প্রচুর কাজ করার সুযোগ আছে।’
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহীনুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মামুন আহমেদ, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান মো. শাহীন আহমেদ, লক্ষ্মীপুর জেলা সমিতি, ঢাকার সাবেক সভাপতি ফরিদ আহমেদ ভূঁইয়া, গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হুদা, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরীকে গুণীজন সংবর্ধনা দেয়া হয়।