►তিন মাসে শীর্ষ অনেক কর ফাঁকিবাজ করজালে ► আরো বহু ফাঁকিবাজের বিরুদ্ধে হচ্ছে মামলা ► সক্ষমতা বাড়াতে নিয়োগ হচ্ছে বিপুল জনবল
গত সাড়ে ১৫ বছরে বিচার বিভাগ থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কার্যত নিয়ন্ত্রণে নিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। অন্যান্য প্রতিষ্ঠানের মতো সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর আমূল বদলে গেছে চিত্র। রাজনৈতিক চাপমুক্ত হয়ে বড় সংস্কারের পথে হাঁটছে এনবিআর।
৫ আগস্ট হাসিনার দেশ ত্যাগের পর তিন মাসে শীর্ষ ১৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। আরো অনেক কর ফাঁকিবাজের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে সিআইসি। এই সংস্থা ছাড়াও পৃথকভাবে কাজ করছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ও মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।আওয়ামী লীগ সরকার পতনের তিন মাসের ব্যবধানে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজের সুযোগ পেয়ে সাবেক সরকারের মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, ব্যবসায়ীসহ যাঁরা ক্ষমতার অপব্যবহার করেছেন তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সিআইসি ১৫২ জনের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলা এবং কাস্টমস ও ভ্যাটে ১৫টি মামলা করেছে। তদন্তের জন্য চূড়ান্ত করা হয়েছে ৮৭ জন বড় আয়কর খেলাপির মামলা। ৩৭ জনের ব্যাংক হিসাব ফ্রিজ করার পাশাপাশি খুলে দেওয়া হয়েছে খালেদা জিয়া, আবদুল আউয়াল মিন্টুসহ ছয়জনের ব্যাংক হিসাব।
সিআইসি ছাড়াও আয়কর গোয়েন্দা কাজ করছে প্রায় অর্ধশত ব্যক্তির কর ফাঁকির তদন্তে।
আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য নিয়ে মিথ্যাচার ভয়াবহ রূপ ধারণ করেছিল। আবদুর রহমান শুরুতেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং সব তথ্য-উপাত্ত আইবাস প্লাসপ্লাসের সঙ্গে সংযুক্ত করার নির্দেশনা দেন। মাঠ পর্যায়ে এই সিস্টেমের ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়েছে।
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে তিনি করদাতাদের আহ্বান জানিয়েছেন এবং কল সেন্টারে সার্বক্ষণিক সেবা পাওয়া নিশ্চিত করেন। ভোগান্তিমুক্ত পরিবেশে অনলাইনে তিন মাসে দুই লাখ ৬৯ হাজার করদাতা ই-টিআইএন রেজিস্ট্রেশন নিয়েছেন। এই সংখ্যা ক্রমেই বাড়ছে। ই-রিটার্ন জনপ্রিয় করতে চার সিটি করপোরেশন, তফসিলি ব্যাংক ও চারটি মোবাইল অপারেটর এবং ছয়টি বহুজাতিক কম্পানির সব কর্মকর্তা-কর্মচারীর অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।