আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে গাড়ির নিবন্ধন ও ফিটনেস নবায়নে অগ্রিম কর বাড়ানো হচ্ছে। প্রস্তাবিত বাজেটে অগ্রিম কর বাড়ানোর প্রস্তাব করা হতে পারে। চলতি ২০২৪-২৫ অর্থবছর গাড়িতে অগ্রিম কর বাড়ানো হয়েছিলো। তবে নিবন্ধন ও ফিটনেস নবায়নের ক্ষেত্রে চলতি অর্থবছর আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) থাকলে কর কমানোর শর্ত রাখা হয়েছে। অর্থাৎ পিএসআর না দিলে গাড়িভেদে অগ্রিম আয়কর বেড়ে যাবে।
যানবাহনের ধরণ | পূর্বের ফি (টাকা) | প্রস্তাবিত ফি (টাকা) |
---|---|---|
৫২ আসনের অধিক আসনের বাস | ১৬,০০০ | ২৫,০০০ |
৫২ আসনের অধিক নয় এমন বাস | ১১,৫০০ | ২০,০০০ |
শীতাতপ নিয়ন্ত্রিত বাস | ৩৭,৫০০ | ৫০,০০০ |
ডাবল ডেকার বাস | ১৬,০০০ | ২৫,০০০ |
শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস/কোস্টার | ১৬,০০০ | ২৫,০০০ |
শীতাতপ নিয়ন্ত্রিত নয় এমন মিনিবাস/কোস্টার | ৬,৫০০ | ১২,৫০০ |
প্রাইম মুভার গাড়ি | ২৪,০০০ | ৩৫,০০০ |
৫ টনের অধিক ট্রাক/লরি | ১৬,০০০ | ৩০,০০০ |
দেড় টনের অধিক, ৫ টনের অধিক নয় এমন ট্রাক/লরি | ৯,৫০০ | ১৫,০০০ |
দেড় টনের অধিক নয় এমন ট্রাক/লরি | ৪,০০০ | ৭,৫০০ |
পিকআপ ভ্যান / হিউম্যান হলার / ম্যাক্সি / অটোরিকশা | ৪,০০০ | ৭,৫০০ |
শীতাতপ নিয়ন্ত্রিত ট্যাক্সিক্যাব | ১১,৫০০ | ১৫,০০০ |
শীতাতপ নিয়ন্ত্রিত নয় এমন ট্যাক্সিক্যাব | ৪,০০০ | ৭,৫০০ |
সংশ্লিষ্ট সূত্র বলছে, বাণিজ্যিকভাবে পরিচালিত বাস, মিনিবাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্যাংক লরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, ম্যাক্সি বা অটোরিকশা ও ট্যাক্সিক্যাব হতে উৎসে কর সংগ্রহ করা হবে। আয়কর আইন, ২০২৩-এর ১৩৮ ধারা অনুযায়ী এসব মোটরযান নিবন্ধন বা ফিটনেস নবায়নে অগ্রিম কর আদায় করা হচ্ছে।
আইনের এই ধারা অনুযায়ী, বর্তমানে ৫২ আসনের অধিক আসনের বাসের ক্ষেত্রে অগ্রিম কর ১৬ হাজার টাকা। তবে পিএসআর দিতে না পারলে অগ্রিম কর দিতে হবে ২৪ হাজার টাকা। অর্থাৎ বাড়তি ৮ হাজার টাকা অগ্রিম কর দিতে হবে। আগামী ২০২৫-২৬ অর্থবছর এই গাড়িতে অগ্রিম কর দিতে হবে ২৫ হাজার টাকা।
একইভাবে বর্তমানে ৫২ আসনের অধিক না, এমন বাসের ক্ষেত্রে অগ্রিম কর ১১ হাজার ৫০০ টাকা। পিএসআর না দিলে এই গাড়ির অগ্রিম কর দিতে হবে ১৭ হাজার ২৫০ টাকা। আগামী বাজেটে এই গাড়িতে অগ্রিম আয়কর ২০ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের অগ্রিম কর ৩৭ হাজার ৫০০ টাকা। কিন্তু পিএসআর না দিলে এই গাড়ির অগ্রিম কর দিতে হবে ৫৬ হাজার ২৫০ টাকা। আগামী অর্থবছর এই গাড়িতে অগ্রিম কর ৫০ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে।
ডাবল ডেকার বাস, শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস ও ৫ টনের অধিক ক্যাপাসিটির ট্রাক, লরি বা ট্যাংকের অগ্রিম কর ১৬ হাজার টাকা করে, পিএসআর না দিলে দিতে ২৪ হাজার টাকা করে। আগামী বাজেটে প্রতিটি ২৫ হাজার টাকা করে প্রস্তাব করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত নয় এমন মিনিবাসে ৬ হাজার ৫০০ টাকা। পিএসআর না দিলে দিতে হবে ৯ হাজার ৭৫০ টাকা। আগামী বাজেটে ১২ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে। প্রাইম মুভার ২৪ হাজার টাকার কর দিতে হবে ৩৬ হাজার টাকা। আগামী বাজেটে ৩৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে ৫ টনের অধিক নয়-এমন ক্যাপাসিটির ট্রাক, লরি বা ট্যাংক লরির ৯ হাজার ৫০০ টাকা, পিএসআর না দিলে কর দিতে হবে ১৪ হাজার ২৫০ টাকা। আগামী বাজেটে ৩০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে দেড় টনের অধিক নয়, তবে ৫ টনের অধিক নয় এমন ক্যাপাসিটির ট্রাক, লরি বা ট্যাংক; পিকআপ ভ্যান, হিউম্যান হলার, ম্যাক্সি বা অটোরিকশা, শীতাতপ নিয়ন্ত্রিত নয় এমন ট্যাক্সিক্যাবের ৪ হাজার টাকার কর দিতে হবে ৬ হাজার টাকা। আগামী বাজেটে ১৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। আবার দেড় টনের অধিক নয় এমন ট্রাক, লরি ও ট্যাংক লরির অগ্রিম কর ৭ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে পিকআপ ভ্যান, হিউম্যান হলার, ম্যাক্সি বা অটোরিকশা, শীতাতপ নিয়ন্ত্রিত নয় এমন ট্যাক্সিক্যাবের ৪ হাজার টাকার কর দিতে হবে ৬ হাজার টাকা। আগামী বাজেটে তা ১৫ হাজার ও ৭ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।