দুই- তিন বছর লাগবে রাজস্ব খাত সংস্কারে : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর মনে করেন, রাজস্ব ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার আনতে দুই থেকে তিন বছর লাগবে। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এত দীর্ঘ সময় না পেলেও, তারা সংস্কার প্রক্রিয়া শুরু করবে। বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত ‘ডিজিটাল লেনদেনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা; পরিপ্রেক্ষিত ভ্যাট বৃদ্ধি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এসব কথা বলেন।

গভর্নর বলেন, ‘ইমিডিয়েটলি রাজস্ব খাতে বড় ধরনের পরিবর্তন হবে না। এখানে অনেক ধরনের সংস্কার দরকার রয়েছে, যা করতে দুই বছর থেকে তিন বছর প্রয়োজন। বর্তমান গভমেন্ট এই সময়টা পাবে না, তবে আমরা শুরু করব’।

এছাড়া, তিনি উল্লেখ করেন, কর ও শুল্ক যদি পুরোপুরি অনলাইনে প্রদান না করা হয়, তবে রাজস্ব ব্যবস্থায় দুর্নীতি কমানো সম্ভব হবে না। কয়েক বছর আগে তার গবেষণা প্রতিষ্ঠান পিআরআই-এর (পলিসি রিসার্চ ইন্সটিটিউট) ট্যাক্স ফাইল জমা দেওয়ার সময় প্রতিষ্ঠানের ম্যানেজারকে ডেকে ৫ লাখ টাকা দাবি করা হয়েছিল বলেও জানান তিনি।

আহসান এইচ মনসুর জানান, পণ্য আমদানি থেকে উৎপাদন ও বিক্রি পর্যন্ত ভ্যাট ১০ শতাংশের বেশি হওয়া উচিত নয়। বর্তমানে ১৫ শতাংশ পর্যন্ত ভ্যাট দিতে হচ্ছে, যা অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, দেশের ব্যাংকিং খাতে ডিপোজিট প্রবৃদ্ধি খুবই কম, যেখানে ন্যূনতম ১৪ থেকে ১৬ শতাংশ হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *