আচরণবিধি লঙ্ঘন করায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে শোকজ

মাহিয়া মাহি

 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে (শারমিন আক্তার নিপা) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। নোটিশে আগামী রোববার বেলা ১১টায় অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীর হাজির হয়ে তাঁকে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রাজশাহী-১ আসনে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ স্বাক্ষরিত নোটিশ আজ শুক্রবার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে পাঠানো হয়। মাহি নিজেই নোটিশ পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।