নতুন করদাতা খোঁজার তাগিদ অর্থ উপদেষ্টার

বারবার একই লোকের কাছ থেকে জোর করে বেশি হারে কর আদায়ের মানসিকতা বাদ দিয়ে নতুন করদাতা খোঁজার তাগিদ দিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে অনলাইনে নতুন আঙ্গিকে আয়কর বিবরণী জমার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘করযোগ্য বহুমানুষ কর দেয় না, তাদের করের আওতায় আনতে হবে। সেবার মান বাড়ালে মানুষ কর দিতে উৎসাহী হয়। হয়রানি বন্ধে অনলাইন ব্যবস্থা চালুর বিকল্প নেই।’
 
এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, গেলো অর্থবছর অনলাইনে প্রায় সাড়ে পাঁচ লাখ কর দাতা তাদের রিটার্ন জমা দেন। এবার সেই সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে যাবে এমন আশা তার।
 
কর কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি বন্ধে অনলাইনে ট্যাক্স রিটার্ন ব্যবস্থা জোরদার এবং উন্নত সেবা নিশ্চিতের তাগিদ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *