কমিউনিটি সেন্টার ভাড়ায় রিটার্ন জমা বাধ্যতামূলক!

কোনো অনুষ্ঠান করার জন্য কমিউনিটি সেন্টার বা মিলনায়তন ভাড়া করার আগে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে হবে। সেই রিটার্ন জমার অনুলিপি জমা দিয়ে কমিউনিটি সেন্টার বা মিলনায়তন ভাড়া করতে হবে। তা না হলে সেখানে অনুষ্ঠান করা যাবে না। আসন্ন বাজেটে এমন শর্ত আসতে পারে। সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা গ্রহণে রিটার্ন জমা বাধ্যতামূলক করার পরিসর বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ছাড়া বড় অবকাঠামোয় কর অবকাশের যে সুবিধা বর্তমানে দেওয়া আছে, তা উঠে যেতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, করদাতাদের রিটার্ন জমা আরও বাড়াতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে ৪৩ ধরনের সেবা গ্রহণ করলে রিটার্ন জমার কপি দেখাতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *