কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ঢাকা-১৮, কর অঞ্চল ঢাকা-২১, কর অঞ্চল ঢাকা-২২, কর অঞ্চল ঢাকা-২৩ এবং কর কমিশনারের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট ও কর কমিশনারের কার্যালয়, উৎস কর ব্যবস্থাপনা ইউনিট রাজস্ব খাতে ৪৫০ কর্মী নিয়োগ দেবে। সব পদেই আবেদন করতে হবে নির্ধারিত কর অঞ্চলের ওয়েবসাইটের মাধ্যমে।
অঞ্চলভিত্তিক পদসংখ্যা :
কর অঞ্চল-১৮ : কম্পিউটার অপারেটর ১, প্রধান সহকারী ১৮, উচ্চমান সহকারী ১৮, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ২১, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৩ এবং অফিস সহায়ক ২২ জনসহ মোট ১০৩ জন। http://tax18.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন ২৩ মে বিকেল ৫টা পর্যন্ত।
কর অঞ্চল-২১ : কম্পিউটার অপারেটর ১, প্রধান সহকারী ২১, উচ্চমান সহকারী ২১, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ২১, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৪ এবং অফিস সহায়ক ২৩ জনসহ মোট ১১১ জন। http://tax21.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন ২৩ মে বিকেল ৫টা পর্যন্ত।
কর অঞ্চল-২২ : কম্পিউটার অপারেটর ১, প্রধান সহকারী ১৮, উচ্চমান সহকারী ২০, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ২০, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৩ এবং অফিস সহায়ক ২১ জনসহ মোট ১০৩ জন। http://tax22.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন ২৩ মে বিকেল ৫টা পর্যন্ত।
কর অঞ্চল-২৩ : কম্পিউটার অপারেটর ১, প্রধান সহকারী ১২, উচ্চমান সহকারী ৯, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ১৬, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৪ এবং অফিস সহায়ক ১৮ জনসহ মোট ৭০ জন। http://tax23.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন ২৩ মে বিকেল ৫টা পর্যন্ত।
উৎস কর ব্যবস্থাপনা ইউনিট : কম্পিউটার অপারেটর ২, প্রধান সহকারী ১, উচ্চমান সহকারী ১, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৭ এবং অফিস সহায়ক ৭ জনসহ মোট ১৮ জন। http://wtmu.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন ২০ মে ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
অফিস সহায়ক পদে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হলেই করা যাবে আবেদন। প্রার্থীর ১ মে ২০২৪ তারিখে বয়স সাধারণ প্রার্থীর ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় সর্বোচ্চ ৩২ বছর।
বেতন-ভাতা যেমন হবে: নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ও পদভিত্তিক নির্ধারিত স্কেলে মাসিক বেতন এবং অন্যান্য আর্থিক সুবিধা দেওয়া হবে।
নিয়োগ পরীক্ষার ধরন ও প্রস্তুতি: আবেদন প্রক্রিয়া শেষে প্রাথমিক বাছাই কার্যক্রমের পর যোগ্য প্রার্থীদের লিখিত, মৌখিক ও ব্যাবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এই তিন ধরনের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময় ওয়েবসাইট, নোটিশ বোর্ড এবং প্রার্থীর মোবাইলে এসএমএস করে জানানো হবে। কর কমিশনের তৃতীয় ও চতুর্থ শ্রেণির আগের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র অনুসারে জানা যায়, রচনামূলক পদ্ধতির লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে মোট ১০০ নম্বরের প্রশ্ন করা হয়েছিল। এবারের পরীক্ষার প্রস্তুতিতে বিগত বছরের প্রশ্নপত্র, মাধ্যমিক শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত পাঠ্য বই এবং সংশ্লিষ্ট নিয়োগ সহায়ক বই বেশ কাজে দেবে।