চীনা বহুজাতিক প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের ই-কমার্স বিজনেস ইউনিটের নেতৃত্বে আসছেন এডি উ। তিনি এর আগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় কৌশলগত পদক্ষেপের অংশ হিসেবে তাকে নতুন দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয় আলিবাবা কর্তৃপক্ষ। কোম্পানির চেয়ারম্যান জো শাই গতকাল অভ্যন্তরীণ এক চিঠিতে এ পদক্ষেপের কথা জানিয়েছেন। খবর নিক্কেই এশিয়া।
এর আগে ই-কমার্স বিজনেস ইউনিটের দায়িত্বে ছিলেন ট্রুডি ডাই। ট্রুডি ডাই ও এডি উ দুজনই আলিবাবার প্রতিষ্ঠাকালীন কর্মকর্তা।
জো শাইয়ের চিঠিতে বলা হয়েছে, ট্রুডি ডাই একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠায় আলিবাবাকে সহযোগিতা করবেন। প্রতিষ্ঠানটির মূলধন ও শেয়ারহোল্ডারদের মানোন্নয়নে কাজ করবেন তিনি।
জো শাই বলেন, ‘অতীতকে স্বীকার করে নিয়েই ভবিষ্যতের জন্য পরিবর্তনের পথে হাঁটতে হবে আমাদের।’ এর আগে গত মার্চে আলিবাবার পক্ষ থেকে জানানো হয়েছিল, মূল কোম্পানিটি ক্লাউড, ই-কমার্স, লজিস্টিকস, মিডিয়া, বিনোদনসহ ছয়টি পৃথক ইউনিটে ভাগ হচ্ছে। প্রতিটি ইউনিট নিজস্ব প্রধান নির্বাহী কর্মকর্তা ও বোর্ড পরিচালকদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। তাদের অধিকাংশই পৃথকভাবে শেয়ারবাজারে যুক্ত হতে বা তহবিল সংগ্রহ করতে পারবে।
আলিবাবার বাজারমূল্য ফিরিয়ে আনতে নতুন কৌশল ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন জো শাই।
গতকাল প্রতিষ্ঠানটির ই-কমার্স ইউনিটের নেতৃত্বে রদবদলের ঘোষণার পর পরই হংকংয়ে তাদের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট লোকসানের মুখোমুখি হয় আলিবাবা গ্রুপ। ধীর অর্থনীতি ও ভোক্তা মনোভাবে পতনের পাশাপাশি রয়েছে অভ্যন্তরীণ বাজারে প্রতিদ্বন্দ্বিতা। নতুন কৌশল আলিবাবার অর্থনৈতিক পুনর্গঠনে সহযোগিতা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।