আলিবাবার ই-কমার্সের নেতৃত্বে আসছেন এডি উ

আলিবাবার ই-কমার্সের নেতৃত্বে আসছেন এডি উ

চীনা বহুজাতিক প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের ই-কমার্স বিজনেস ইউনিটের নেতৃত্বে আসছেন এডি উ। তিনি এর আগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় কৌশলগত পদক্ষেপের অংশ হিসেবে তাকে নতুন দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয় আলিবাবা কর্তৃপক্ষ। কোম্পানির চেয়ারম্যান জো শাই গতকাল অভ্যন্তরীণ এক চিঠিতে এ পদক্ষেপের কথা জানিয়েছেন। খবর নিক্কেই এশিয়া।

এর আগে ই-কমার্স বিজনেস ইউনিটের দায়িত্বে ছিলেন ট্রুডি ডাই। ট্রুডি ডাই ও এডি উ দুজনই আলিবাবার প্রতিষ্ঠাকালীন কর্মকর্তা।