একযুগ পর দুই জেলা জজ আয়কর আপিলাত ট্রাইবুন্যালে!

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন আয়কর আপিলাত ট্রাইবুন্যালে সদস্য হিসেবে প্রায় এক যুগ পর দুজন জেলা জজ যোগদান করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

মঙ্গলবার (৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

এতে বলা হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আয়কর আপিলাত ট্রাইবুন্যালে সদস্য হিসেবে প্রায় এক যুগ পর দুজন জেলা জজ যোগদান করেছেন। কর্মরত ও অবসরপ্রাপ্ত কর কমিশনার, জেলা জজ, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যাকাউন্ট্যান্ট, অ্যাডভোকেট ও কর আইনজীবীদেরকে আয়কর আপিলাত ট্রাইবুন্যালে সদস্য পদে নিয়োগ দেয়ার বিধান থাকলেও, দীর্ঘদিন ধরে শুধু কর্মরত কর কমিশনাররা এ দায়িত্ব পালন করে আসছিলেন।

আয়কর আইন অনুযায়ী কর ক্যাডার বহির্ভূত পেশাজীবীদেরকে আয়কর আপিলাত ট্রাইবুন্যালের সদস্য নিয়োগের জন্য করদাতারা অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। ২০১৩-২০১৪ অর্থবছরের পর কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা আয়কর আপিলাত ট্রাইবুন্যালে নিয়োগ পাননি। প্রায় এক যুগ পর আবার এ পদে নিয়োগ পেলেন দুইজন জেলা জজ।

নিয়োগপ্রাপ্ত জেলা জজ মোহাম্মদ সামছুল হক ২২তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন এবং জেলা ও দায়রা জজ পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে যশোর জেলার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) হিসেবে কাজ করেন।

এর আগে তিনি বিভিন্ন জেলায় দেওয়ানী ও ফৌজদারি মামলাসহ দুর্নীতি দমন কমিশনের মামলা পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। সামছুল হক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইনে প্রথম শ্রেণীতে সম্মান ও প্রথম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

এছাড়া দ্বায়িত্ব পাওয়া আরেক জজ মোহাম্মদ আনিসুর রহমান ২৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন। এর আগে তিনি জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়ে ময়মনসিংহ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি মাঠ পর্যায়ের বিভিন্ন পদে বিচারিক দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে আইনে প্রথম শ্রেণীতে সম্মান ও মাস্টার্স ডিগ্রি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্ক হতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জানায়, এ নিয়োগের মাধ্যমে আয়কর আপিলাত ট্রাইব্যুনালের কার্যক্রম অধিকতর গতিশীল হবে, আয়কর বিভাগের প্রতি করদাতাদের আস্থা বাড়বে এবং দেশের রাজস্ব আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *